বাংলাধারা ডেস্ক »
গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় অটো স্পিনিং মিলস লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন।
বুধবার (০৩ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে আরো দু’টি মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে ভোরে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার (০২ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে কারখানাটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম জানান, গাজীপুরসহ বিভিন্ন ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১১ ঘণ্টা চেষ্টার পর মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ড্রাম্পিং করার সময় বুধবার ভোরে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এরপর দুপুর সোয়া ১২টার দিকে ওই কারখানা থেকে আরো দু’জনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী জানান, ডাম্পিংয়ের কাজের মধ্যেই বুধবার বেলা পৌনে ১২টার দিকে কারখানার এসি প্ল্যান্ট থেকে আরও দুটি মৃতদেহ উদ্ধার করা হয়।
এর আগে মঙ্গলবার বিকেলে রাসেল মিয়া নামে এক নিরাপত্তাকর্মীকে আহত অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে।
অটো স্পিনিং মিলের মহাব্যবস্থাপক (জিএম) হারুন অর রশিদ বলেন, কারখানায় আগুন লাগার পর সব শ্রমিককে নিজে বের করেছেন সেলিম কবীর। তিনি ছিলেন রিং বিভাগে উৎপাদন কর্মকর্তা। ভেতরে আর কেউ আছে কি না, তা দেখার জন্য তিনি গিয়েছিলেন। কিন্তু তিনি নিজে আর বের হতে পারেননি।
প্রসঙ্গত, মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে নয়নপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অটো স্পিনিং মিলস লিমিটেড কারখানায় আগুন লাগে। খবর পেয়ে প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে গাজীপুরসহ আশপাশের ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১১ ঘণ্টা চেষ্টার পর রাত সোয়া ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি













