বাংলাধারা ডেস্ক »
গাজীপুর সদর উপজেলায় একটি ফ্যান তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। তাৎক্ষনিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার হারিনাল এলাকায় লাক্সারি ফ্যান তৈরির কারখানার তৃতীয় তলায় আগুন লাগে। এরপর পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের এডি মামুনুর রশিদ।
তিনি জানান, খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিয়টের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে।
বাংলাধারা/এফএস/টিএম












