ইয়াসির রাফা »
পুরো নাম শাহনাজ রহমান স্বীকৃতি। দেশের জনপ্রিয় কন্ঠশিল্পীদের একজন। তিনি দীর্ঘদিন বিরতির পর আবারো সংগীতে ফিরেছেন। খুব শীঘ্রই তিনি নতুন গান নিয়ে আসছেন শ্রোতাদের মন জয় করতে। এ জন্য তিনি নিয়মিত চর্চাও চালিয়ে যাচ্ছেন। শ্রোতা ভক্তদের কথা ভেবেই তিনি গানে নিয়মিত হচ্ছেন। শ্রোতারাও তাকে দিয়েছেন ভালোবাসার শিল্পীর খেতাব।
সম্প্রতি জানা গেছে, সুদীপ কুমার দীপের কথা ও শওকত আলী ইমনের সুর ও সঙ্গীতে একটি নতুন গানে কন্ঠ দিয়েছেন স্বীকৃতি। সাজ্জাদ খানের পরিচালনায় এ নতুন গানের মিউজিক ভিডিওটি শীঘ্রই বাজারে আসবে বলে জানিয়েছেন স্বীকৃতি। ১৯৯৯ সালে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে তালিকাভুক্তির মধ্য দিয়ে আত্মপ্রকাশ হয় এই শিল্পীর। বাংলাদেশ বেতারে প্রথমেই ‘ক’ শ্রেণীর শিল্পী হিসেবে স্থান পেয়ে যান তিনি।
শুধু গান নয় ,জীবন যুদ্ধেও এক লড়াকু সৈনিক তিনি। ক্যান্সারের মতো কঠিন রোগের সাথে যুদ্ধ জয় করেছেন । হাল ছেড়ে দেননি বরং আত্মবিশ্বাসকে পুঁজি করে লড়ে গিয়েছেন জীবন যুদ্ধে।

প্রতিশ্রুতিশীল এ কণ্ঠশিল্পী বাংলাধারাকে বলেন , মানুষের জীবন রহস্যময়। অনেক সমস্যা নিয়েই আমাদের এগিয়ে যেতে হয়। দীর্ঘদিন বিভিন্ন কারণে গান থেকে দূরে থাকতে হয়েছে। কিন্তু গান ভালবাসি, গান নিয়ে থাকতে চাই। এখন থেকে নিয়মিত গান প্রকাশ করতে চাই।
নতুন গান সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ভালবাসা দিবস উপলক্ষে গানটি করা হয়েছে। গানের কথা ও সুরের মিশ্রণে প্রকাশ পাবে ভালোবাসার অনভূতি। তবে গানটি ভালবাসা দিবসে রিলিজ দেয়ার কথা থাকলেও মিক্সিংও মাস্টারিং কাজে আরো কিছু সময় প্রয়োজন। আশা করছি খুব শ্রীঘ্রই দর্শক-শ্রোতারা গানটি বাজারে পাবেন। আপনারা সবাই দোয়া করবেন।
উল্লেখ্য, স্বীকৃতি দীর্ঘদিন ধরে গান করছেন। তার ৮টি একক অ্যালবাম প্রকাশ পেয়েছে। আছে ৫০টিরও বেশি মিশ্র অ্যালবাম। অসংখ্য চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। প্রাণের চেয়ে প্রিয় কিছু নাই, কি মায়া লাগাইলি, কাঠের পুতুল, আমার আমি নাই তার জনপ্রিয় গানগুলোর মাঝে অন্যতম।
বাংলাধারা/এফএস/টিএম/ইরা













