১৭ ডিসেম্বর ২০২৫

গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধা

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন চৌমুহনী মোড়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোস্তফা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মোস্তফা খাতুন ডবলমুরিং থানার হাজিপাড়া জালাল কমিশনার লেইনের আবু তাহেরের স্ত্রী।  

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, চৌমুহনী মোড়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন মোস্তফা খাতুন নামের এক বৃদ্ধা। উদ্ধার করে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ