২৫ অক্টোবর ২০২৫

মন্দির নির্মাণে প্যানেল মেয়র লিটনের ১০ লাখ টাকা অনুদান

নগরীর ২৫নং রামপুর ওয়ার্ডের নয়াবাজার এলাকায় গীতা মন্দির নির্মাণে ১০ লাখ টাকা অনুদান দিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ আবদুস সবুর লিটন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে অনুদান শেষে তিনি মন্দির ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।

প্রসঙ্গত, দানবীর প্যানেল মেয়র আবদুস সবুর লিটন চট্টগ্রাম নগরীর ২৫নং রামপুর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক।

রামপুর ওয়ার্ডের নয়াবাজার এলাকায় এই গীতা মন্দিরের উদ্বোধন করা হয়। এমসয় প্যানেল মেয়র লিটন মন্দির অনুদান দিয়ে তাঁর অঙ্গীকার ও প্রতিশ্রুতি পূর্ণ করেন।

এর আগে গত অক্টোবর ওই এলাকা দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে গিয়ে আবদুস সবুর লিটন হিন্দু ধর্মাবলম্বিদের মাঝে প্রতিশ্রুতি দেন। প্রতিশ্রুতির দুই মাসের মাথায় ১০ লাখ টাকা অনুদান দিয়ে তিনি তাঁর প্রতিশ্রুতি পূর্ণ করেছেন। এতে ওই এলাকার হিন্দু ধর্মাবলম্বিরা প্যানেল মেয়রের প্রতি কৃতজ্ঞতা ও উজ্জ্বাস প্রকাশ করেন।

গীতা মন্দিরের ভিত্তি প্রস্তর উদ্বোধন ও অনুদানের চেক প্রদানকালে আবদুস সবুর লিটন বলেন, ‘আমি এই এলাকার কাউন্সিলর হিসেবে এই মন্দিরে যত ধরনের সহযোগিতা প্রয়োজন তাই করে যাব। আমি আপ্রাণ চেষ্টা করবো- আপনাদের পাশে থাকতে, আপদ-বিপদ এবং সুখে-দুঃখে থাকতে।’

তিনি বলেন, ‘রামপুর নয় শুধু সারাদেশের হিন্দু-মুসলমানদের সম্প্রীতির দিকটি এখানে শক্তিশালী। এদেশে ধর্মীয় সম্প্রীতির অভাব নেই। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে হিন্দু সম্প্রদায়সহ সমস্ত সম্প্রদায়ের মধ্যে স্বস্তি বিরাজ করে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সম্প্রীতির এই বাংলাদেশ আরও সামনে এগিয়ে যাবে।’

‘আমরা সবাই মিলে পরিবার, সবাই মিলে দেশ। সব মানুষ মিলে আমরা গোটা একটি পরিবার। আমাদের মধ্যে বিভেদ বলে কিছুই নেই, থাকবেও না। অতীতে আমরা একত্রে যেভাবে বসবাস করেছি, হাজার বছর এভাবেই বসবাস করবো।’- বলেন প্যানেল মেয়র লিটন।

গীতা মন্দির কমপ্লেক্সের সভাপতি বাদল কান্তি নাথ বলেন, ‘প্যানেল মেয়র লিটন আমাদেরকে আর্থিকভাবে, অনেক কিছু- যেদিকে যতটুকু প্রয়োজন হয়েছে তিনি আমাদের সহযোগিতা করেছেন। আজ এই শ্রী শ্রী গীতা মন্দিরের ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেছেন তিনি। সাথে তিনি দুর্গাপূজাকালীন তাঁর প্রতিশ্রুত ১০ লাখ টাকা চেকও প্রদান করেছেন। আমরা অনেক অনেক খুশি, তাঁর এই অনুদান আমরা কখনো ভুলবো না। তাঁর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি।’

গীতা মন্দির কমপ্লেক্সের সাধারণ সম্পাদক বাবু সমীরণ কান্তি নাথ বলেন, ‘আমরা অনেক খুশি আজ। লিটন ভাই এই সহযোগিতা আজীবন মনে রাখবো। তিনি আমাদের সুখে-দুঃখে এমনকি আপদ-বিপদেও পাশে থাকেন, ছুটে আসেন। তাঁর প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পূর্ণও করেছেন। এই অনুদান আমাদের জন্য অনেক বড় পাওয়া।’

এসময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী গীতা মন্দির কমপ্লেক্সের সভাপতি বাবু বাদল কান্তি নাথ, সাধারণ সম্পাদক বাবু সমীরণ কান্তি নাথ, সহ-সভাপতি বাবু দিলীপ কান্তি নাথ, উপদেষ্টা বাবু বাবুল কান্তি নাথ, গীতা মন্দির পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. বিজন কান্তি নাথ, সহ-সাধারণ সম্পাদক বিপ্লব কান্তি নাথ, সহ-সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার নাথ। এছাড়া ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন