৮ ডিসেম্বর ২০২৫

গুইমারায় সড়ক দূর্ঘটনায় শ্রমিক নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি »

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার বুদংপাড়া নামক জায়গায় মাহিন্দ্র উল্টে অনিল ত্রিপুরা (২৮) নামে এক শ্রমিক নিহত হয়েছে।

রোববার (২৩ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকেখাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কের বুদংপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত অনিল ত্রিপুরা মাটিরাঙ্গা উপজেলার ধামাইপাড়ার রহিন ত্রিপুরার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানা গেছে, গুইমারার হাফছড়ির নাফ এগ্রো লি. নামে একটি ফার্মে শ্রমিক হিসেবে কাজ করতো অনিল ত্রিপুরা। ঘটনার দিন সহকর্মী অন্যান্য শ্রমিকসহ প্রতিদিনের ন্যায় একটি মাহিন্দ্র যোগে কর্মস্থল নাফ এগ্রো লি. যাওয়ার পথে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কের বুদংপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে মোড়ে উল্টে গেলে সে গুরতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে মাটিরাঙ্গা উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। ঘটনার পর থেকে মাহিন্দ্র চালক পলাতক রয়েছে।

গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিদ্যুৎ বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন দূর্ঘটনা কবলিত মাহিন্দ্র গাড়িটি গুইমারা থানা পুলিশ হেফাজতে রয়েছে লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন