খাগড়াছড়ি প্রতিনিধি »
পার্বত্য খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা পরিষদের উদ্যােগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গুইমারা উপজেলার ৪টি পূজা মন্ডপে ২ হাজার মাস্ক বিতরণ করেছেন উপজেলা প্রশাসন।
বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মাস্ক বিতরণ করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ।
অন্যান্যের মাঝে হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাইথোয়াই মারমা, গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বাবলু হোসেন, দার্জিলিং টিলা কেন্দ্রীয় কালী মন্দিরের সভাপতি নন্দন বর্ণিক, ডাক্তার টিলা কেন্দ্রীয় হরি মন্দিরের সভাপতি বলরাম শীল, চন্ডিমন্দির সভাপতি সেন্টু দে, সিন্ধুকছড়ি শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের সভাপতি মানেন্দ্র ত্রিপুরা প্রমুখ।
গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এই উৎসবটি সুন্দর ভাবে পালন করার জন্য আগামী ১২ অক্টোবর সামাজিক দুরুত্ব বজায় রেখে স্বাস্হ্যবিধি মেনে গুইমারা উপজেলার চারটি দূর্গাপূজা মন্ডপে শান্তিপূর্নভাবে পূজা উদযাপনের জন্য প্রতিটি মন্ডপে আইন-শৃঙ্খলা বাহিনী দায়িত্বপালন করবেন। পূজা মন্ডপের আইন-শৃঙ্খলা বজার রাখার ব্যাপারে পরিচালনা কমিটির সাথে মতবিনিময় শেষে পূজা মন্ডপের পরিচালনা কমিটির হাতে উপজেলা প্রশাসনের পক্ষথেকে ২হাজার মাস্ক তুলেদেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ।
বাংলাধারা/এআই