২৫ অক্টোবর ২০২৫

গুইমারা উপজেলায় ব্র্যাকের ক্ষুদ্রঋণ’র নতুন শাখার উদ্বোধন

খাগড়াছড়ি প্রতিনিধি»

পার্বত্য খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় ব্র্যাকের (দাবি) ক্ষুদ্রঋণের নতুন শাখার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৪অক্টোবর) সকাল ১১টার দিকে গুইমারা বাজারে আশুতোষ টাওয়ারের  তৃতীয় তলায় ব্র্যাকের নতুন শাখা অফিসের উদ্বোধন করেন গুইমারা উপজেলা পরিষদের ভাইস-  চেয়ারম্যান মিজ ঝর্না এিপুরা ও গুইমারা থানার অফিসার ইনচার্জ মো:মিজানুর রহমান।

অনুষ্ঠানে রাঙ্গামাটি ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্হাপক অমিয় দর্শী চাকমা, রাঙ্গামাটি ব্র্যাকের আঞ্চলিক হিসাব ব্যবস্হাপক বিকাশ চন্দ্র দেব, খাগড়াছড়ি ব্র্যাকের মানব সম্পদ কর্মকর্তা সৌরভ চাকমা,রাঙ্গামাটি ব্র্যাকের বিডিইউ সুভাশ কান্তি চাকমা, ব্র্যাকের খাগড়াছড়ি জেলা সমন্বয়ক মো:গোলাম মোস্তফা, ব্র্যাকের এলাকা ব্যবস্হাপক (দাবি)  আবু নোমান নাঈম,মাটিরাঙ্গা ব্র্যাকের শাখা ব্যবস্হাপক (দাবি) শ্যামল বিজয় চাকমা, মাটিরাঙ্গা ব্র্যাকের শাখা ব্যবস্হাপক (প্রগতি) সুপ্রিয় বড়ুয়া, ব্র্যাকের গুইমারা শাখা ব্যবস্হাপক মমতা রানী,সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও  ব্র্যাকে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা উপস্হিত ছিলেন।

বক্তারা বলেন,ব্র্যাক দেশের বে-সরকারি উন্নয়ন সংস্হার মধ্যে অন্যতম পার্বত্যাঞ্চলের  পিছিয়ে পড়া জনগোষ্ঠির কল্যাণে ব্র্যাকের স্বাস্হ্য সেবা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তারই পাশাপাশি পার্বত্যাঞ্চলের গ্রাম পর্যায় নারীরা সমিতির মাধ্যমে ক্ষুদ্র ঋণ নিয়ে  ব্যবসা করে আর্থ-সামাজিক উন্নয়নে গ্রামীন মানুষের জীবন যাএার মান উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছেন ব্র্যাক।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন