৩০ অক্টোবর ২০২৫

গুইমারা সেক্টরে বর্ণিল আয়োজনে বিজিবি দিবস পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি »  

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস আজ।বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা সীমান্তের অতন্দ্র প্রহরী, ঐতিহ্যবাহী আধা সামরিক বাহিনী। খাগড়াছড়ি জেলার গুইমারা সেক্টরে বর্ণিল আয়োজনে কেক কাটা, প্রীতি ভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে গুইমারাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস ও বর্ডার গার্ড বিজিবি হাসপাতালের ৪র্থপ্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

বিজিবি দিবস ও বর্ডার গার্ড হাসপাতালের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেক্টর সদর দফতরকে সাজানো হয় বর্ণিল সাজে। নানা রঙের পতাকায় সজ্জিত গুইমারা সেক্টর সদর দফতরে ছিল উৎসবের আমেজ।

শুক্রবার (২০ডিসেম্বর) দুপুর ২টায় সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ আব্দুল হাই এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান এএফডব্লিউসি, পিএসসি, জি আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কেটে অনুষ্ঠানের শুভ সুচনা করেন।

স্বাগত বক্তব্য রাখেন,গুইমারা সেক্টর বর্ডার গার্ড বিজিবি হাসপাতালের অধিনায়ক লে.কর্ণেল মো:এমদাদুল হক।

পরে আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রীতিভোজে অংশগহন করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান এএফডব্লিউসি, পিএসসি।

গুইমারা বিজিবি সেক্টরের জিটু আই মেজর মো.হামিদ উর রহমান,গুইমারা রিজিয়নের জিটু আই মেজর মো: মঈনুল আলম, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যে প্রু মারমা, গুইমারা থানা অফিসার ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়া, প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিজিবির ব্যাটালিয়ন সদস্যরা উপস্হিত ছিলেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন