২৪ অক্টোবর ২০২৫

গুটিকয়েক স্বার্থান্বেষী ব্যক্তির অপপ্রচার বিভ্রান্তি ছড়াচ্ছে : নওফেল

বাংলাধারা প্রতিবেদন »

করোনা চিকিৎসায় চট্টগ্রাম ও আরো কিছু বিভাগীয় শহরে গুটিকয়েক স্বার্থান্বেষী ব্যক্তির উদ্দেশ্যমূলক অপপ্রচারে বিভ্রান্ত হয়ে এখনো অনেকে সহযোগিতা করছেন না বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শুক্রবার (২৯ মে) রাত আটটার দিকে নিজের ফেসবুক পেইজে স্ট্যাটাসে এমন মন্তব্য করেন উপমন্ত্রী।

শিক্ষা উপমন্ত্রী তাঁর স্ট্যাটাসে লিখেন, দেশের সকল বেসরকারী হাসপাতালগুলোকে স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে নির্দেশনা দেয়া হয়েছে, চিকিৎসা নিশ্চিত করতে তাদের প্রতিষ্ঠান সমূহ খুলে দিতে হবে। কিভাবে রোগী ভর্তি ও সেবা দিতে হবে এ বিষয়েও নির্দেশনা দেয়া হয়েছে। এই সংকটের শুরু থেকেই চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল মালিকদের সাথে আলোচনা হয়েছে এবং স্থানীয় প্রশাসনকে তারা অংগীকার করেছিলেন প্রতিষ্ঠানগুলো তারা চালু করবেন। এরপরও, বেশ কিছুদিন ধরে অনেক অযৌক্তিক কারণ, কিছু ব্যক্তি দ্বারা অপপ্রচার ও বিভ্রান্তির কারণে অনেক প্রতিষ্ঠান চালু করা হচ্ছেনা, রোগী ভর্তি নেয়া হচ্ছেনা, চিকিৎসা না পেয়ে মৃত্যুর অভিযোগও আমরা পাচ্ছি।

নওফেল বলেন, এরই মাঝে দুটি স্থানীয় হাসপাতাল বিশেষভাবে গ্রহন করে কভিড রোগীর চিকিৎসা পরিচালনার জন্য সরকার নির্দেশনাও দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক চিকিৎসা সেবা প্রদানে প্রতিষ্ঠানগুলো ইচ্ছাকৃতভাবে ভাবে গাফিলতি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল আরও বলেন, আমাদের চিকিৎসক, নার্স, হেলথ টেকনিশিয়ান সকলেই দেশের সীমিত সম্পদের মধ্যেই সকল কিছু নিয়ে এই চিকিৎসা যুদ্ধে ঝাপিয়ে পড়েছেন। কিন্তু, চট্টগ্রাম ও আরো কিছু বিভাগীয় শহরে গুটিকয়েক স্বার্থান্বেষী ব্যক্তির অপপ্রচারে বিভ্রান্ত হয়ে এখনো অনেকে সহযোগিতা করছেন না। এই পরিস্থিতিতে আগামীকাল সকালে বিভাগীয় কমিশনার চট্টগ্রাম, সরকারের নির্দেশনা মেনে চলার বিষয়ে বেসরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালগুলোর মালিকদের সাথে আলোচনায় বসবেন।

নওফেল আশা প্রকাশ করে বলেন, আমরা এখনো আশা করি, মানুষ ক্ষুব্ধ হয়ে উঠার আগেই, এই হাসপাতাল ও মেডিকেল কলেজগুলোর মালিকগণ তাদের হাসপাতাল পরিচালনার শর্ত মোতাবেক, সরকারের নির্দেশনা মেনে, কোভিড, নন-কোভিড, সকল রোগিদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য ব্যবস্থা নেবেন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন