২৩ অক্টোবর ২০২৫

গুরুতর অসুস্থ নুসরাত ফারিয়া, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন। শুক্রবার (২৩ মে) তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। পোস্টটি দেন ফারিয়ার পেজ এডমিন।

বার্তায় বলা হয়, নুসরাত ফারিয়া বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং চিকিৎসার অংশ হিসেবে তিনি বাইরের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ রেখেছেন। এমনকি ফোন ব্যবহারের ওপরও রয়েছে কঠোর নিষেধাজ্ঞা।

নিজের অসুস্থতা সম্পর্কে ফারিয়া লেখেন,
“আমি জানি, আপনারা অনেকেই আমার খোঁজখবর নিচ্ছেন, সাক্ষাৎকারের জন্য চেষ্টা করছেন। আপনাদের ভালোবাসা ও উদ্বেগ আমাকে সত্যিই ছুঁয়ে যাচ্ছে। তবে দুঃখজনকভাবে জানাতে হচ্ছে, আমি বর্তমানে গুরুতর অসুস্থতায় ভুগছি। চিকিৎসার কারণে কিছু সময়ের জন্য সব ধরনের যোগাযোগ বন্ধ রাখতে হচ্ছে। এজন্য কারো সঙ্গে কথা বলতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা করি, আপনারা বুঝতে পারবেন।”

এই কঠিন সময়ে মানুষের ভালোবাসা ও সমর্থনের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে তিনি বলেন,
“গত কয়েকদিন আমার জীবনের সবচেয়ে দুঃসহ ও সংবেদনশীল সময় ছিল। মানসিক ও শারীরিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলাম। কিন্তু আপনাদের ভালোবাসা, সমর্থন ও সাহচর্য আমাকে এগিয়ে চলার শক্তি দিয়েছে। আমি বিশ্বাস করি, এই কঠিন সময় দ্রুতই পেরিয়ে আবার সুস্থভাবে আপনাদের মাঝে ফিরে আসব। আপনাদের সকলের প্রতি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা।”

ভক্ত-অনুরাগীদের কাছে নুসরাত ফারিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন তার পরিবার ও ঘনিষ্ঠজনেরা।

এআরই/বাংলাধারা 

আরও পড়ুন