২৫ ডিসেম্বর ২০২৫

গুলশানের বাড়িতে তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে রাজধানীর গুলশানের বাড়িতে উঠেছেন। ফলে বাড়িটিতে যেন প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে লাল-সবুজের বাস থেকে নেমে তিনি গুলশান-২ নম্বরের ১৯৬ নম্বর বাড়িতে প্রবেশ করেন। তার সঙ্গে বাড়িতে প্রবেশ করেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও।

বাড়িটির চারপাশে সিসিটিভি ক্যামেরা ও অস্থায়ী ছাউনিসহ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।এর আগে লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন তারেক রহমান।বেলা ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিজি-২০২ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে।

বিমানবন্দর থেকে পূর্বাচলের ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিট) এলাকায় গিয়ে বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন তারেক রহমান।

এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যান৷ সেখান থেকে গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে আসেন তারেক রহমান।

আরও পড়ুন