৩০ অক্টোবর ২০২৫

গুয়াতেমালায় বাস-ট্রাকের সংঘর্ষে ২১ জনের মৃত্যু

বাংলাধারা ডেস্ক »

ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে গুয়াতেমালার পূর্বাঞ্চলে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।

শনিবার (২১ ডিসেম্বর) গুয়ালান শহরে এই দুর্ঘটনার ঘটনা ঘটে বলে জানায় দেশটির ন্যাশনাল ডিজাস্টার এজেন্সি।

স্বেচ্ছাসেবক দমকল কর্মীরা জানিয়েছেন, গুয়াতেমালা শহর থেকে ১৫০ কিলোমিটার পূর্বের গুয়ালান পৌরসভায় ওই দুর্ঘটনা ঘটেছে। একটি ট্রাক যাত্রীবাহী বাসটিকে পেছন থেকে ধাক্কা দিলে ওই হতাহতের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

গুয়াতেমালার নবনির্বাচিত প্রেসিডেন্ট আলেহান্দ্রো গেয়ামাত্তারি এই দুর্ঘটনায় গভীর শোক জানিয়েছেন। প্রকাশিত ছবিতে দেখা যায় দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটি রাস্তার পাশে পড়ে আছে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন