২৩ অক্টোবর ২০২৫

গৃহবধূকে গলা কেটে খুন, স্বামী পলাতক

কালুরঘাটে টেম্পুচাপায় প্রাণ গেল কলেজছাত্রীর বাকঁখালী

বাংলাধারা ডেস্ক »

চট্টগ্রাম নগরীতে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুনের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, স্বামী তাকে খুন করে পালিয়ে গেছেন বলে অভিযোগ পেয়েছেন তারা।

শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর হালিশহর থানার ফইল্যাতলী বাজারে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি-পশ্চিম) সাব্বির হোসেন।

নিহত রাবেয়া আক্তারের (২৭) বাবার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। তার স্বামী মো. জামিলের বাড়ি কিশোরগঞ্জ জেলায়।

ঘটনাস্থলে যাওয়া হালিশহর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রহুল আমিন বলেন, ‘নিহতের পরিবার এবং এলাকার লোকজনের সঙ্গে কথা বলে তথ্য পেয়েছি, জামিল ও রাবেয়া এখানে একটি কক্ষে ভাড়া থাকতেন। পাশেই রাবেয়ার বাবা থাকতেন। জামিল তেমন কোনো কাজকর্ম করতেন না। এজন্য রাবেয়ার সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। এর জের ধরে আজ (শনিবার) রাবেয়াকে ছুরি দিয়ে গলা কেটে খুন করে পালিয়ে যান জামিল।’

এডিসি সাব্বির হোসেন বলেন, ‘রাবেয়াকে গলা কেটে দ্রুত পালিয়ে যান জামিল। ঘটনাস্থলেই রাবেয়ার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। জামিলকে গ্রেফতারের চেষ্টা চলছে।’ সূত্র : সারাবাংলা

আরও পড়ুন