২৪ অক্টোবর ২০২৫

গেটম্যান সাদ্দাম কারাগারে

বাংলাধারা প্রতিবেদন »

মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনার ঘটনায় গ্রেফতার লেভেল ক্রসিংয়ের গেটম্যান মো. সাদ্দাম হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার (৩০ জুলাই) বিকেলে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, মিরসরাইয়ে ট্রেন-মাইক্রোবাস দুর্ঘটনায় ১১ জন নিহত হওয়ার পর চট্টগ্রাম রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাদী হয়ে চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলা করেন। অবহেলা জনিত হত্যার অভিযোগে দণ্ডবিধির ৩৩৮ (ক)/৩০৪(ক)/৪২৭ ধারায় মামলাটি দায়ের করা হয়।

চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক জাকির হোসাইন মাহমুদ বলেন, মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় ১১ জন নিহত হওয়ার ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে থানার মামলায় গ্রেফতার খৈয়াছড়া লেভেল ক্রসিংয়ের গেটম্যান মো. সাদ্দাম হোসেনকে আদালতে হাজির করা হয়। আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত, শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রেলক্রসিং এলাকা থেকে মো. সাদ্দাম হোসেনকে আটক করা হয়।

আরও পড়ুন