২৩ অক্টোবর ২০২৫

গোপালগঞ্জে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা ও হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

বুধবার (১৬ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে সমাবেশ শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলার সঙ্গে জড়িত ছিল। মুহূর্তেই পুরো গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী গুলি চালায়। তবে উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ও সেনাবাহিনীর যানবাহনেও হামলা চালায়। সহিংসতার প্রেক্ষিতে এনসিপির শীর্ষ নেতারা গোপালগঞ্জ সার্কিট হাউজে আশ্রয় নেন।

জেলা প্রশাসন জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনসমাগম, সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন