৩০ অক্টোবর ২০২৫

গোপীবাগে আ.লীগ-বিএনপি সমর্থকদের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

বাংলাধারা ডেস্ক »

রাজধানীর গোপীবাগে নির্বাচনী প্রচারণার সময় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলছে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার পাশাপাশি ইট-পাটকেলও নিক্ষেপ করা হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

আজ রোববার দুপুর ১টার দিকে দেশের প্রধান এই দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণায় প্রতিপক্ষের হামলার খবর ছড়িয়ে পড়লে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন