কক্সবাজার প্রতিনিধি »
মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে বাঁধা পেয়ে বিজিবির সাথে গোলাগুলির ঘটনা ঘটিয়েছে ইয়াবা কারবারিরা। তবে, টিকতে না পেরে নৌকা ভর্তি ইয়াবা রেখে নাফনদে ঝাঁপিয়ে পালিয়েছে পাচারকারীরা।
রোববার (১৭ জানুয়ারী) ভোররাতে নাফনদীর দমদমিয়া বিওপির ওমরখাল থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে এঘটনায় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। তাদের ফেলে যাওয়া নৌকা তল্লাশি চালিয়ে ৫ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ করেছে বিজিবি। এসময় একটি দেশীয় তৈরী বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও একটি দেশীয় কিরিচ উদ্ধার করা হয়।
টেকনাফস্থ ২বিজিবির উপ-অধিনায়ক মেজর রুবায়েত কবীর জানান, ভোররাতে ওমরখাল পয়েন্ট দিয়ে ইয়াবার একটি চালান আসবে এমন খবরে টহল দিতে থাকে বিজিবি সদস্যরা। তার কিছুক্ষণ পর চার যুবককে একটি নৌকা করে বাংলাদেশের দিকে আসতে দেখা যায়। পরে তারা বাংলাদেশ সীমানার এক কিলোমিটার ভেতরে প্রবেশ করলে তাদের থামতে বলা হয়। কিন্তু তারা না থেমে গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে বিজিবিও গুলি চালালে তারা গুলিবিদ্ধ অবস্থায় পানিতে ঝাঁপিয়ে পড়ে। অনেক খুজাখুজির পর তাদের পাওয়া যায়নি। পরে ওই নৌকায় ৫ টি প্লাস্টিকের বস্তায় ৫ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ করা হয়।
মেজর রুবায়েত কবীর আরো বলেন, ৫ লাখ ২০ হাজার ইয়াবা, দেশীয় অস্ত্র ও কিরিস পাওয়ার ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।
 
				












