৩ নভেম্বর ২০২৫

গোল্ডেন ডিপোর অবহেলায় সিএন্ডএফ কর্মকর্তা নিহত

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর সিটি গেট এলাকায় অবস্থিত গোল্ডেন কন্টেইনার ডিপোতে ট্রেইলারের ধাক্কায় মৃত্যুবরণ করেন শান্তনু চৌধুরী নামক এক সিঅ্যান্ডএফ কর্মকর্তা। তবে এ ঘটনাকে দূর্ঘটনা নয়, একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে দাবি করছেন নিহতের স্বজন ও সহকর্মীরা।

শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬ টার দিকে এই ঘটনা ঘটে।

জানা গেছে, চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় এস এইচ এজেন্সি নামক একটি সিএন্ডএফ ফার্মে বন্দর বিষয়ক কাজে জড়িত ছিলেন শান্তনু। তার বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কদুরখিল নামক গ্রামে।

এদিকে দূর্ঘটনার পরপরই গোল্ডেন ডিপোতে শান্তুনুর সহকর্মী ও অন্যন্য সিএন্ডএফ সদস্যরা বিক্ষোভ করেন। গোল্ডেন ডিপোর বিভিন্ন অনিয়ম ও গাফিলাতির কথা তুলে ধরেন। পরে সিএন্ডএফ কর্মচারী ইউনিয়নের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

চট্টগ্রাম সিএন্ডএফ কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক জাকির হোসেন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে ডিপোর বিভিন্ন অনিয়ম সম্পর্কে তুলে ধরেন এবং ডিপোর ভেতরে গাড়ির হেলপার দিয়ে গাড়ি চালনা করাকে এই দূর্ঘটনার প্রধান কারন বলে দাবী করেন। বিভিন্ন অভিযোগ অবহেলা ও অনিয়মের তীর ছোটে গোন্ডেন কন্টেইনার ডিপোর উপর।

নীতিমালা অনুযায়ী ডিপোর কাজ করা হচ্ছেনা এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে গোল্ডেন কন্টেইনার ডিপোর ডিজিএম আসলাম পারভেস অভিযোগের সত্যতা স্বীকার করেন কিন্তু কোন কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানান নি।

এই ব্যাপারে আকবারশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বাংলাধারাকে জানান, এখনো পর্যন্ত ভিকটিম মামলা দায়ের করে নাই। তবে বাদী পক্ষ এসে মামলা করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন