১ নভেম্বর ২০২৫

গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘রূপসা নদীর বাঁকে’

বিনোদন ডেস্ক  »

ভারতের গোয়াতে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া-তে আমন্ত্রিত হয়েছে তানভীর মোকাম্মেল নির্মিত ‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্রটি। চলচ্চিত্রটির পাশাপশি এর নির্মাতা তানভীর মোকাম্মেলকেও নিমন্ত্রণ জানানো হয়েছে।

১৬-২৪ জানুয়ারি অনুষ্ঠিতব্য ৫১তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্রটি ওয়ার্ল্ড প্যানোরমা বিভাগে প্রদর্শিত হবে।

একজন ত্যাগী বামপন্থী নেতার কাহিনী নিয়ে সোয়া দুই ঘন্টা দৈর্ঘ্যরে এ ছবিটি সরকারী অনুদানে নির্মিত।

‘রূপসা নদীর বাঁকে’ ছবিটিতে অভিনয় করেছেন জাহিদ হোসেন শোভন, খায়রুল আলম সবুজ, নাজিবা বাশার, রামেন্দু মজুমদার, চিত্রলেখা গুহ, ঝুনা চৌধুরী, আফজাল কবির, রাজীব সালেহীন, উত্তম গুহ, মাসুম বাশার প্রমুখ।

পরিচালক জানিয়েছেন বর্তমানে ছবিটি সেন্সর বোর্ডে জমা রয়েছে। আগামী ডিসেম্বরে মুক্তির পরিকল্পনা রয়েছে।

বাংলাধারা/এফএস/ওএস

আরও পড়ুন