১০ নভেম্বর ২০২৫

গ্যাসের পাইপ লিক হয়ে হঠাৎ আগুন, পুড়ে ছাই ৬ বসতঘর

আনোয়ারা প্রতিনিধি »

কর্ণফুলী উপজেলার বড় উঠান ডাক পাড়া এলাকায় একটি কলোনীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ বসতঘর পুড়ে গেছে।

শনিবার (৬ আগস্ট) সকাল ৯টায় স্থানীয় আবুল খায়ের খাঁ কলোনীতে এ দুর্ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে কেউ হতাহত হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টায় আবুল খায়ের খাঁ কলোনিতেএক ভাড়াটিয়ার গ্যাসের পাইপ হঠাৎ লিক হয়ে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। আতঙ্কে লোকজন ঘর থেকে বের হয়ে যায়। আগুনের তীব্রতা বেড়ে তসলিমা কলোনির ৬টি সেমিপাকা ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

আনোয়ারা ফায়ার স্টেশনের ইনচার্জ মো. বেলাল হোসেন বলেন, ‌‘ডাকপাড়া এলাকায় ৯৯৯ এর মাধ্যমে অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। গ্যাসের সিলিন্ডার লিক হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা বলে জানা গেছে। আগুনে ছয়টি সেমিপাকা ঘর পুড়ে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। এ সময় প্রায় সাড়ে ৮ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।’

আরও পড়ুন