২৫ অক্টোবর ২০২৫

২১ বছরে পদার্পণে প্রীতি সম্মিলনে বক্তারা

গ্রামীণ জনপদের মুখপাত্র চলমান মিরসরাই

‘চলমান মিরসরাই গ্রামীণ জনপদের মুখপাত্র। উপজেলা থেকে ধারাবাহিকভাবে একটি পত্রিকা ২০ বছর প্রকাশনা অব্যাহত রাখা সত্যি প্রশংসনীয়। মিরসরাই উপজেলার সকল অসংগতি ও সম্ভাবনাকে চলমান মিরসরাই গুরুত্ব দিয়ে প্রচার করে আসছে। চলমান মিরসরাই শুধু সংবাদ প্রচার করে না, সাংবাদিকও তৈরি করে, যারা বর্তমানে উপজেলার গণ্ডি ছড়িয়ে চট্টগ্রাম ও ঢাকায় সাংবাদিকতা করছে দায়িত্বশীলতার সঙ্গে।’

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে চট্টগ্রামের আঞ্চলিক প্রকাশনা চলমান মিরসরাই পত্রিকার ২১ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত প্রীতি সম্মিলনে এসব কথা বলেন বক্তারা।

চলমান মিরসরাই পত্রিকার নির্বাহী সম্পাদক এম মাঈন উদ্দিনের উপস্থাপনায় ও সম্পাদক এমএস হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন—চিটাগাং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার সাবেক সভাপতি, মিরসরাই সমিতি ইউএসএর প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ সোসাইটির সাবেক সাংগঠনিক সম্পাদক, আমেরিকায় মূলধারার রাজনীতিবিদ কাজী শাখাওয়াত হোসেন আযম, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, নুরুল আমিন চেয়ারম্যান, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান, সাবেক সদস্য সচিব সালাহ উদ্দিন সেলিম, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মাঈন উদ্দিন লিটন, জামায়াতে ইসলামী মিরসরাই পৌরসভার সভাপতি মাওলানা শিহাব উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম ফজলুল হক, মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি মো. নুরুল আলম, সিনিয়র সাংবাদিক মাহবুব রহমান পলাশ, সিনিয়র সাংবাদিক বিপুল দাশ, মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামী, নাট্যকার মাঈন উদ্দিন চৌধুরী সেলিম, ঐতিহাসিক ছুটিখাঁ জামে মসজিদের খতিব নুরুল আলম তৌহিদী, উপজেলা ছাত্রদলের সভাপতি সরোয়ার হোসেন রুবেল, উপজেলা শিবিরের সভাপতি সাকিব হোসাইন।

এসময় উপস্থিত ছিলেন— উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কেএম সাঈদ মাহমুদ, জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম, মিরসরাই থানার উপ-পরিদর্শক শহীদ, বারইয়ারহাট পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন কমিশনার, মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসাইন সবুজ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সম্পাদক এম এম হারুন, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস উদ্দিন মাসুদ, কবি ও ছড়াকার নজরুল ইসলাম, কবি গাজী এস এম নুরুল আহাদ, সাংবাদিক আবু সুফিয়ান, রাজু কুমার দে, এম আনোয়ার হোসেন, আবু সাঈদ ভূঁইয়া, নাজমুল হোসাইন, আশরাফ উদ্দিন, মোহাম্মদ ইউসুফ, ইমাম হোসেন, সৈয়দ আজমল হোসেন, ফিরোজ মাহমুদ, সাফায়েত মেহেদী, ইকবাল হোসেন জীবন, শিহাব উদ্দিন শিবলু, অদম্য যুব সংঘের নির্বাহী পরিচালক এনামুল হক সোহাগ, জাগ্রত প্রতিভার সভাপতি গোলাম মর্তুজা, উদয়নের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদুল আলম শাহীন, ব্যাংকার সরফু উদ্দিন, ইগনাইট মিরসরাই সভাপতি মেহেদী হাসান জাবেদ, সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন, শতাব্দী ক্লাবের আলভী, আশরাফ উদ্দিন রুবাই, সমাজকর্মী মো. আবদুল্লাহ, মেহেদী হাসান ইমন।
আলোচনা সভা শেষে চলমান মিরসরাই-এর সম্পাদক এমএস হোসাইন পত্রিকার নতুন সম্পাদনা পরিষদ ঘোষণা করেন। নতুন সম্পাদনা পরিষদে—

উপদেষ্টা: কামরুল ইসলাম চৌধুরী, প্রতিষ্ঠাতা সম্পাদক: মোহাম্মদ মনজুরুল হক, সম্পাদনা পরিষদের সভাপতি: শারফুদ্দিন কাশ্মীর, প্রধান সম্পাদক: এমএস হোসাইন, সম্পাদক: এম মাঈন উদ্দিন, ব্যবস্থাপনা সম্পাদক: মোহাম্মদ ওয়াজি উল্লাহ, নির্বাহী সম্পাদক: রাজু কুমার দে, বার্তা সম্পাদক: মোহাম্মদ ইউসুফ, সহযোগী সম্পাদক: সৈয়দ আজমল হোসেন, সাহিত্য সম্পাদক: এম সাব উদ্দিন রাশেদ, চট্টগ্রাম ব্যুরো প্রধান: নাজমুল হোসাইন, খাগড়াছড়ি ব্যুরো প্রধান: রতন বৈষ্ণব ত্রিপুরা, বিশেষ প্রতিবেদক: শাহ আব্দুল্লাহ আল রাহাত, অনলাইন সম্পাদক: ফিরোজ মাহমুদ, প্রধান প্রতিবেদক: সাফায়েত মেহেদী, বিভাগীয় সম্পাদক: শিহাব উদ্দিন শিবলু

নতুন সম্পাদনা পরিষদের সদস্যরা সম্পাদক এম মাঈন উদ্দিনকে ফুল দিয়ে বরণ করে নেন। সবশেষে অতিথিবৃন্দ কেক কেটে চলমান মিরসরাই-এর ২০তম বর্ষপূর্তি উদযাপন করেন।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, ‘প্রকাশনাকাল থেকে চলমান মিরসরাই যেভাবে নিরপেক্ষ থেকে মিরসরাইয়ের আপামর জনসাধারণের সংবাদ প্রকাশ করে এসেছে, আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে— সেটিই আমাদের প্রত্যাশা। ৫ আগস্টের পর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সঠিক পথে রাখতে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।’

আরও পড়ুন