৩১ অক্টোবর ২০২৫

গ্রীন-৫০ কর্মসূচি: ৮৩ টি স্কুলে লাগানো হল ৫০ টি করে গাছ

বাংলাধারা প্রতিবেদন »

নির্মল প্রাকৃতিক পরিবেশ গড়ে তুলতে এবার এক ব্যতিক্রম কর্মসূচি পালন করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। ব্যতিক্রমী এ কর্মসূচির নাম দেওয়া হয় গ্রীন-৫০।

রবিবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০ টায় হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে গ্রীন-৫০ কর্মসূচির আওতায় উপজেলার ৮৩ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে কমপক্ষে ৫০ টি করে গাছের চারা রোপণ করা হয়েছে।

রুহুল আমিন বাংলাধারাকে বলেন, নির্মল প্রাকৃতিক পরিবেশ গড়ে তুলতে গ্রীন-৫০ নামক কর্মসূচি পালন করার উদ্যোগটি গ্রহণ করেছি। উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ে আজ সকাল সাড়ে ১০ টার দিকে এক যোগে কমপক্ষে ৫০ টি করে গাছের চারা রোপণ করা হয়েছে। এই কর্মসূচি সুন্দরভাবে পালন করার জন্য সকল সম্মানিত শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আম, কামরাঙা, চালতা, নিম, জাম, কড়ই ও সফেদা সহ প্রায় ১৪ প্রজাতির গাছ রোপণ করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন