বাংলাধারা প্রতিবেদন »
কিছুদিন আগে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের নাম জড়িয়ে রাজনৈতিক গ্রুপিং এর সংবাদ প্রচার করে কিছু গণমাধ্যম। বিষয়টি নজরে আসলে ব্যক্তিগত ফেসবুক পেইজে স্ট্যাটাস দিয়ে রাজনৈতিক গ্রুপিংয়ে তার নাম জড়িয়ে সংবাদ পরিবেশন না করতে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী।
স্ট্যাটাসে তিনি লিখেন, ‘কয়েকটি গণমাধ্যমে আমার নাম নিয়ে রাজনৈতিক গ্রুপিং এর খবর দেয়া হয়। আমি সবিনয়ে অনুরোধ করছি এই সকল গ্রুপ সংবাদের সাথে দয়া করে আমাকে জড়াবেননা। শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহবান আমাকে এই ভাই ঐ ভাই বা আমার নিজের নামেও এই ধরনের সংবাদে টেগ করে অতি উৎসাহী হবেননা। এই সব উপদলীয় আলোচনায় না আনতে গণমাধ্যমকে অনুরোধ জানাচ্ছি। আমরা সবাই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কর্মী, আমি নিজে ব্যক্তিগত ভাবে উচ্চাকাঙ্ক্ষা দুরে থাক, গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়ারও আকাঙ্ক্ষা রাখিনা। যখন দায়িত্ব পাবো বা পাই তা করার চেষ্টা করি এবং করে যাবো। ধন্যবাদ।’
বাংলাধারা/এফএস/টিএম













