২৩ অক্টোবর ২০২৫

গ্রেটা ফিরিয়ে দিলেন পরিবেশ পুরস্কার

বাংলাধারা ডেস্ক »

সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ (১৬) নর্ডিক এনভায়রনমেন্টাল অ্যাওয়ার্ড ফিরিয়ে দিয়েছেন। একইসঙ্গে এই পুরস্কারের অর্থমূল্য নেবেন না বলেও জানিয়েছেন। কারণ ব্যাখ্যা করে গ্রেটা বলেছেন, পরিবেশ আন্দোলনের জন্য পুরস্কারের প্রয়োজন নেই।

বুধবার (৩০ অক্টোবর) সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানানো হয়।

পরিবেশ ও জলবায়ু রক্ষায় যারা বা যেসব প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ অবদান রাখে তাদের নর্ডিক এনভায়রনমেন্টাল অ্যাওয়ার্ড দেওয়া হয়। পুরস্কার অর্থমূল্য প্রায় ৪০ হাজার পাউন্ড।

গ্রেটা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লেখেন, নর্ডিক দেশগুলো (ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে এবং সুইডেন) জলবায়ু ইস্যুতে সুনাম রক্ষা করে চলেছে। পরিবেশ পুরস্কার পাওয়াটা সম্মানের উল্লেখ করে গ্রেটা বলেন, এ বিষয়ে রাজনীতিবিদ ও ক্ষমতাবানদের মনোযোগ দেওয়া উচিত।

চলতি বছর নোবেল পুরস্কার পাওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল গ্রেটা থুনবার্গের। তবে নোবেল জিতেন ইথিওপিয়ার আবি মোহাম্মদ।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন