২৯ অক্টোবর ২০২৫

গ্রেনেড হামলার প্রতিবাদে নগর যুবলীগের বিক্ষোভ মিছিল

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল প্রতি গভীর শোক প্রকাশ এবং সকল অপরাধীর শাস্তির দাবিতে যুবলীগ নেতা মোহাম্মদ সাজ্জাদ আলীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা।

গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকী উপলক্ষে রোববার (২১ আগস্ট) মহানগর যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর চান্দঁগাও শমসের পাড়া থেকে শুরু হয়ে বহদ্দারহাট চত্তরে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মোহাম্মদ বেলাল হোসাইন, গোলাম সরোয়ার সোহাগ, ইউএসটিসি ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রাকিবুল হুদা, ছাত্রনেতা জিসাত হোসাইন, আসকার খান, সাইফুর রহমান বিপ্লব, কমার্স কলেজ ছাত্রলীগ নেতা ইসফাকুল ওয়াজেদ, মহসীন কলেজ ছাত্রলীগ নেতা মোহাম্মদ সুহাদ, ছাত্রনেতা তাহসিন কবির প্রমুখ। বিজ্ঞপ্তি

আরও পড়ুন