২৩ অক্টোবর ২০২৫

ঘন কুয়াশায় টানেল সড়কে দুর্ঘটনা, আহত ২

টানেল

ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের আনোয়ারা প্রান্তের সড়কে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে। এতে মোহাম্মদ রুবেল (৩০) ও মোহাম্মদ ফরহাদ (২৮) নামে দুই যুবক আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল ৮টায় এই দুর্ঘটনা ঘটে। দুই যুবককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে ঘন কুয়াশায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের ওপর নির্মিত ট্রাফিক বক্সে ধাক্কা দেয়। এতে মাইক্রোটি দুমড়ে-মুচড়ে যায়। পরে টানেল কর্তৃপক্ষ সেটি সরিয়ে নেয়।

আনোয়ারা থানার পরিদর্শক তদন্ত মহিউদ্দিন আহমেদ বলেন, আমরা ঘটনাস্থলে আছি। তদন্তের কাজ চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন