৩০ অক্টোবর ২০২৫

ঘন কুয়াশায় চট্টগ্রামের তিনটি ফ্লাইট কলকাতায়

বাংলাধারা প্রতিবেদন »

ঘনকুয়াশার কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা তিনটি আন্তর্জাতিক ফ্লাইট নামতে না পেরে কলকাতা বিমান বন্দরে অবতরণ করেছে।

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে ফ্লাইটগুলোর চট্টগ্রামে অবতরণের কথা ছিল।

জানা যায়, সকাল থেকে কোনো ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে কলকাতা চলে গেছে।

ফ্লাইট তিনটি হলো-কাতারের দোহা থেকে আসা ইউএস-বাংলা, ওমানের মাসকাট থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজ ও সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট।

এর আগে গতকালও ঘন কুয়াশার কারণে ওমান থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন