২৯ অক্টোবর ২০২৫

ঘাটতি রেখেই চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায়

বাংলাধারা প্রতিবেদন »

লক্ষ্যমাত্রা থেকে ১৬ হাজার ৫৩১ কোটি টাকা ঘাটতি রেখেই ২০১৯-২০২০ অর্থবছরে রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টম হাউস কর্তৃপক্ষ।

বৈশ্বিক মহামারী করোনার সদ্য বিদায়ী অর্থবছরে (২০১৯-২০) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রতিষ্ঠানটিকে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছিল ৫৮ হাজার ২৯৮ কোটি টাকা আদায়ের। কম আদায় হয়েছে ১৬ হাজার ৫৩১ কোটি টাকা, ২৮ দশমিক ৩৬ শতাংশ।

জানা গেছে, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর প্রভাবে বিশ্ব অর্থনীতিতে যে ধাক্কা লেগেছে তার প্রভাব পড়েছে কাস্টম হাউসের রাজস্ব আদায়েও। বিশ্ববাজারে স্বর্ণ ছাড়া জ্বালানি তেলসহ প্রায় সব পণ্যের দাম কমে গেছে এর ফলে আমরা যে পণ্যের মূল্যের ওপর শুল্ককর ধার্য করা হয়েছে তা কমে গেছে। আবার আমদানিকারকরা পণ্য আমদানি করে বন্দরে আনলেও ছাড় (ডেলিভারি) নেননি নানা কারণে ফলে এসব চালানের বিল অব এন্ট্রি জমা পড়েনি, শুল্কায়ন হয়নি, রাজস্বও জমা হয়নি বলেও জানা যায়।

অর্থনীতিতে করোনার ধাক্কায় শুধু লক্ষ্যমাত্রা থেকে দূরে নয় এর আগের অর্থবছর (২০১৮-১৯) থেকেও আদায় কম হয়েছে ১ হাজার ৮১০ কোটি টাকা, ৪ দশমিক ১৫ শতাংশ। ওই বছর রাজস্ব আদায় হয়েছিল ৪৩ হাজার ৫৭৭ কোটি ৩৫ লাখ টাকা।

জানা যায়, অর্থ বছরের শেষ মাস জুনে আদায়ের লক্ষ্য ছিলো ৪ হাজার ৫৭১ কোটি ৪৯ লাখ টাকা। কিন্তু আদায় হয় ৪ হাজার ১৭১ কোটি ১৫ লাখ টাকা, ৮ দশমিক ৭৬ শতাংশ কম। তবে এটা আগের অর্থবছরের জুনের চেয়ে ৩৫ দশমিক ৮৯ শতাংশ বেশি। তখন আদায় ছিলো ৩ হাজার ৬৯ কোটি ৪১ লাখ টাকা।

অর্থবছরের শেষ দিন গত ৩০ জুন কাস্টম হাউসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিলো ১৬৯ কোটি ২০ লাখ টাকা। কিন্তু আদায় বেড়ে দাঁড়ায় ৩০০ কোটি ৪৬ লাখ টাকা। যা ২০১৮-১৯ অর্থবছরের শেষ দিনের চেয়ে ৪৩ দশমিক ৪৫ শতাংশ বা ৯১ কোটি টাকা বেশি।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন