৫ নভেম্বর ২০২৫

ঘুর্ণিঝড় মোকার তাণ্ডব মোকাবেলায় যুবলীগ নেতা দেবুর কুইক রেসপন্স টিম

ঘুর্ণিঝড় মোকার তাণ্ডব মোকাবেলায় যুবলীগ নেতা দেবুর কুইক রেসপন্স টিম

বাংলাধারা ডেস্ক : দ্রুতগতিতে উপকূলের দিকে ধেয়ে আসা প্রচণ্ড শক্তিশালী ঘূর্ণিঝড় মোকার তাণ্ডব ও ক্ষয়ক্ষতি মোকাবেলার প্রস্তুতি হিসেবে কুইক রেসপন্স টিম গঠন করেছে চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু।

শনিবার (১৩ মে) উপকূলীয় মানুষদের সচেতন করতে এবং জরুরি অবস্থায় যেকোনো পরিস্থিতি মোকাবেলায় কুইক রেসপন্স টিমের মাধ্যমে উপকূলীয় জনসাধারণের মাঝে মুড়ি, চিড়া, গুড়, মোমবাতি, দিয়াশলাইসহ শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ কার্যক্রম পরিচালনা ও সচেতনতামূলক মাইকিং করা হয়।

চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় আসন্ন ঘূর্ণিঝড়ে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় কুইক রেসপন্স টিমের মাধ্যমে উপকূলীয় জনসাধারণের মাঝে মুড়ি, চিড়া, গুড়, মোমবাতি, দিয়াশলাইসহ শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ কার্যক্রম পরিচালনা ও সচেতনতামূলক মাইকিং করি।

শুকনো খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন, সুফিউর রহমান টিপু, মোঃ ইমতিয়াজ আহমেদ বাবলা, জাহিদ হোসেন খোকন, সালাউদ্দিন বাবর, ফরহাদ আব্দুল্লাহ, মোঃ সাজিবুল ইসলাম সজিব, ফারুক হোসেন সুমন, সাদ্দাম হোসেন জয়, মোঃ মাসুম, হেলাল উদ্দিন, শাওন রহমান, এনাম উদ্দিন, আব্দুল মোতালেব রানা, মঈনুদ্দিন রুবেল, কাউসার, মোঃ রাজু, আকবর জুয়েল, মহিম ইসলাম রায়হান, মোঃ হাসিবুল, মোঃ ফাহিম, মোঃ হাসান, মোঃ রাহাত, আব্দুল্লাহ্ আল হাসান ইফতি, মোঃ সামির, আল আমিন জুনায়েদ, রওহান,ফয়সাল ফরহাদ, জালাল, অভি, আল আমিন জুনিয়র, শাহাদাৎ হোসেন, মোঃ শুভ, সাইফুল, জনি, মোঃ রনি, মোঃ মিরাজ, সুমন, মোঃ সজীব, নয়ন চক্রবর্ত্তী প্রমুখ।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ