বাংলাধারা ডেস্ক »
দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় নৌ-পরিবহন অধিদপ্তরের শিপ সার্ভেয়ার মির্জা সাইফুর রহমানকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২ সেপ্টেম্বর) সকালে নৌ-পরিবহন অধিদপ্তরের কার্যালয় থেকে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।
তিনি জানান, ঘুষ নেওয়ার সময় দুদকের একটি টিম মির্জা সাইফুর রহমানকে হাতেনাতে আটক করেন।
সূত্র : বাংলানিউজ
বাংলাধারা/এফএস/এমআর/এএ













