১০ ডিসেম্বর ২০২৫

ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবেলায় প্রস্তুত জেলা প্রশাসন

বাংলাধারা প্রতিবেদন »  

ঘূর্ণিঝড় ‘আম্ফান’ এর প্রভাবে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। ইতোমধ্যে উপকূলীয় আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। পাশাপাশি জেলা সিভিল সার্জন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক), বন্দর কর্তৃপক্ষ, ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর পক্ষ থেকে পরিস্থিতি মোকাবিলায় খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সৈকত সংলগ্ন এলাকা থেকে মানুষ যাতে আগেই নিরাপদ অবস্থানে সরে যায়, সেজন্য মাইকিং করা হচ্ছে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের উপ-পরিচালক (স্থানীয় সরকার) ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায়  বৈঠক করা হয়েছে। উপকূলীয় উপজেলার নির্বাহী কর্মকর্তাদের আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তত রাখার নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক।

সর্বশেষ বুলেটিনে আবহাওয়া অফিস জানিয়েছে চট্টগ্রাম এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫-১০ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। এবং চট্টগ্রাম জেলা সমূহ ও তাদের অদূরবর্তী দ্বীপ, চরসমূহের ভারী থেকে অতি ভারী বর্ষণসহ ঘণ্টায় ১৪০-১৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন