২৩ অক্টোবর ২০২৫

নারী টি-টুয়েন্টি জাতীয় ক্রিকেটে

ঘূর্নিবলে খুলনাকে হারিয়েফাইনালে চট্টগ্রাম বিভাগ

উত্তেজনাপূর্ণ সেমিফাইনালে স্বাগতিক খুলনাকে ৩ উইকেটে হারিয়ে বিসিবি নারী অনুর্ধ ১৮ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ওঠলো চট্টগ্রাম বিভাগ। বৃহস্পতিবার চুড়ান্ত শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ রাজশাহী।

মঙ্গলবার(২৭ মে) বিকেলে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে খুলনা। কিন্তু চট্টগ্রামের ক্যাপ্টেন জয়ার ঘূর্নিবলে ৬ ওভার না যেতেই ৩২ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। তবে শেষদিকে খাদিজার ৪৫ বলে ২৩ রানে ভর করে শেষ পর্যন্ত ৭ উইকেটে ৭৬ রান করে স্বাগতিক দল। চট্টগ্রাম দলের বাঁহাতি স্পিনার মেহেরুন্নেসা জয়া ৪ ওভার বল করে ৩ টি মেডেনসহ মাত্র ৪ রানের বিনিময়ে নেন ৪ টি মূল্যবান উইকেটন।

জবাবে প্রথম ১০ ওভারে ৩০ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলে চট্টগ্রাম। খুলনার নিারীদের দারুণ ফিল্ডিংয়ে ম্যাচ শেষ দিকে বেশ জমে ওঠে। নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও অবশেষে ১৯ তম ওভারে গিয়ে ৩ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে চট্টগ্রাম। খেলায় দারুণ বোলিংয়ের জন্য চট্টগ্রামের ক্যাপ্টেন জয়া প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।

অন্যদিকে সকালে প্রথম সেমিফাইনালে রাজশাহী বিভাগ ৫৪ রানে ঢাকাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম-রাজশাহী চুড়ান্ত লড়াই।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন