৪ নভেম্বর ২০২৫

ঘোষণার ২৪ ঘণ্টা না পেরুতেই কেড়ে নিলো প্রার্থীতা

দলীয় মনোনয়ন ঘোষণার এক দিনের মধ্যেই দুই প্রার্থীর মনোনয়ন স্থগিত করেছে বিএনপি। এ ঘটনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা ও প্রতিক্রিয়া।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশান কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সারাদেশে প্রায় ২৩০ জন প্রার্থীর তালিকা প্রকাশ করে। কিন্তু ঘোষণার ২৪ ঘণ্টাও না পেরোতেই সেই তালিকা থেকে বাদ পড়েন দুই প্রার্থী। যা এখন দলের ভেতরে-বাইরে সৃষ্টি করেছে আলোড়ন।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘোষিত তালিকায় সর্বাধিক তিনটি আসনে চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মনোনয়ন দেওয়া হলেও, মঙ্গলবার দলের দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদারীপুর-১ (শিবচর) আসনে সদ্য মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন “অনিবার্য কারণে স্থগিত” করা হয়েছে।

এর আগে সোমবারই ঘটে আরেক নাটকীয়তা। চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে আবু সুফিয়ানকে প্রার্থী হিসেবে ঘোষণা করার কিছুক্ষণের মধ্যেই তার মনোনয়ন স্থগিতের খবর আসে। ফলে চট্টগ্রামের ঘোষিত ১১ আসনের তালিকা থেকে এক প্রার্থী বাদ পড়ে, প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ১০ জনে।

একই দিনে দুই আসনে মনোনয়ন স্থগিতের এই ঘটনা বিএনপির ভেতরে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। স্থগিত হওয়া প্রার্থীদের সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে হতাশা ও ক্ষোভ। কেউ বলছেন, এটি “দলীয় কৌশল”; আবার কেউ অভিযোগ তুলছেন, “অভ্যন্তরীণ টানাপোড়েন”-এর কারণে সিদ্ধান্তে পরিবর্তন এসেছে।

তবে এখন পর্যন্ত বিএনপির হাইকমান্ড এ নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের আগমুহূর্তে এমন সিদ্ধান্ত দলের ভেতরে কৌশলগত পুনর্গঠন ও নেতৃত্বের অভ্যন্তরীণ দ্বিধার ইঙ্গিত বহন করে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ