চট্টগ্রামের চকবাজার এলাকার আওয়ামী লীগ নেতা আলী আকবর মিন্টু ওরফে “ক্যাসিনো মিন্টু” অবশেষে গ্রেপ্তার হয়েছেন।
কোতোয়ালী থানা পুলিশের একটি বিশেষ অভিযানে গতকাল সন্ধ্যায় তাকে আটক করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম নিশ্চিত করেছেন যে, মিন্টুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
বিশেষ করে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগসহ বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা আছে বলে জানা গেছে।