২৮ অক্টোবর ২০২৫

চকবাজারে পথচারীদের মাঝে ছাত্রলীগের ইফতার বিতরণ

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা শেফায়েত মোহাম্মদ তারেকের উদ্যোগে পথচারী, শ্রমজীবী, অসহায়দের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। রোববার (৩১ মার্চ) নগরীর চকবাজার কেয়ারী মোড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

ছাত্রলীগ নেতা শেফায়েত তারেক বলেন, ‌‘বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় আমরা সাধারণ মানুষের জন্য ও সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছি। যেকোনো সংকটে, দুর্দিনে সাধারণ মানুষের পাশে থাকে ছাত্রলীগ। আমরা ছাত্রলীগে যেকোনো মানবিক কাজে সাধারণ মানুষের কাছে থাকি, তারই ধারাবাহিকতায় আমরা গরিব, দুস্থ ও ভাসমান মানুষের মাঝে ইফতার বিতরণ করছি। সাধারণ মানুষের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে সজাগ রয়েছি।’

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা মোরশেদ উল্লাহ, সুলতান সিয়াম, চকবাজার থানা ছাত্রলীগ নেতা মুসফিক, রাইহান, নিজাম, কাইয়ুম, ইফাজ হাসান, ইমন, হাসনাত, রাইয়ান তাসিন, অন্তর,রাহাত, ইমরান, প্রীতম, অন্তর নাথ, রাজি, কালাম ফাহিম, ইসমাম, রবিউল, তানভির, রাফি, রাইসুল, আল মাহামুদ, প্রাচুর্য, এলভিসহ প্রমুখ।

আরও পড়ুন