বাংলাধারা প্রতিবেদন »
নগরীর চকবাজার থানার রাহাত্তারপুল এলাকায় এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে চকবাজার থানা পুলিশ।
বৃহস্পতিবার(১১ জুলাই) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে পুলিশ। আটককৃত ব্যাক্তি চকবাজার রাহাত্তারপুল এলাকার মাহমুদা বাপের বাড়ির মো. শামসুল আলমের পুত্র মো. আরাফাত (২৪)।
এ বিষয়ে চকবাজার থানার ওসি (তদন্ত) রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, গত ৫ জুলাই বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মো. আরাফাত নামে এ যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। এরপর গতকাল ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাঁকে আদালতে সোপর্দ করা হবে।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি/আর
				












