৩ নভেম্বর ২০২৫

চকরিয়ায় অটোরিকশা-লরি সংঘর্ষে প্রাণ গেলো মা-মেয়ের

কক্সবাজারে চকরিয়ায় অটোরিকশা ও লরি গাড়ীর সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো তিনজন।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বেলা ২টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার হারবাং ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ঘাট এলাকার আব্দুস সালামের স্ত্রী রোকেয়া বেগম (৪০) এবং তার মেয়ে জেসমিন আক্তার (১৮)।

আহত চকরিয়া উপজেলার হারবাং এলাকার দুদু মিয়া ও তার স্ত্রী এবং দুর্ঘটনা কবলিত অটোরিকশার চালকদের হাসপাতালে নেয়া হয়েছে।

স্থানীয়দের বরাতে হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ খোকন কান্তি রুদ্র বলেন, দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় কক্সবাজারমুখি অটোরিকশার সাথে লরি গাড়ীর মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেলে চালকসহ ৫ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মা-মেয়েকে মৃত ঘোষণা করেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরো জানান, নিহতদের মরদেহ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি জব্দ করা হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ