কক্সবাজারের চকরিয়ায় ডাম্পার গাড়ীর চাপায় আবুল খায়ের কোম্পানির এক এসআর নিহত হয়েছেন। নিহত মোহাম্মদ জুয়েল (২৮) চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ড স্বপ্নপুরীর শামসুদ্দীন পেশকারের ছেলে।
রোববার (২২ সেপ্টেম্বর) সকালে চকরিয়া পৌরসভার কোরক বিদ্যাপীঠ স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন চকরিয়া থানার ওসি মনজুরুল কাদের ভূঁইয়া।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, কর্পোরেট আবুল খায়ের কোম্পানির এসআর জুয়েল প্রতিদিনের মতো মোটরসাইকেল নিয়ে পণ্য ডেলিভারি দিতে পৌর এলাকায় আসেন। সকাল ৯টার দিকে কোরক বিদ্যাপীঠ স্কুলের সামনে পৌছাঁ মাত্র পিছন থেকে ইট বোঝাই একটি ডাম্পার দ্রুত গতিতে এসে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই জুয়েল মারা যান।
চকরিয়া থানার ওসি মনজুরুল কাদের ভূইঁয়া আরো বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ঘাতক ডাম্পারটি জব্দ করা হলেও চালক-হেলপাররা পালিয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন ওসি।













