২৩ অক্টোবর ২০২৫

চকরিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া অংশে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক বেসরকারি কোম্পানির কর্মকর্তা ঘটনাস্থলেই মারা গেছেন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চকরিয়া সরকারি কলেজ গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ শাহজাহান (৪৫)। তিনি কুমিল্লা জেলার কোতোয়ালী থানার বাগিচাগাঁও এলাকার শামসুজ্জামান ভূঁইয়ার ছেলে।

চাকরিসূত্রে তিনি চকরিয়া পৌরসভার মগবাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। শাহজাহান একটি বেসরকারি ভেটেরিনারি কোম্পানিতে বিপণন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন জানান, শাহজাহান তার ব্যক্তিগত মোটরসাইকেল সার্ভিসিং করতে গিয়েছিলেন। ফেরার পথে মহাসড়ক পার হতে গিয়ে উত্তর দিক থেকে আসা মেঘনা গ্রুপের একটি মিনি কাভার্ড ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে এবং দুর্ঘটনায় জড়িত গাড়ি দুটি জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

এ দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দুর্ঘটনাপ্রবণ এই মহাসড়কে দ্রুতগামী যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন