কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের কাকারা বন বিট এলাকায় রহস্যজনক আগুনে পুড়েছে আগর বাগান। রোববার (২৬ ফেব্রুয়ারি) রাতে পৃথক দুটি সামাজিক বানায়নের আগর বাগানে আগুন লাগার ঘটনা ঘটে।
ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দিয়ে বাগান পুড়িয়ে দিয়েছে। এর আগে ২২ জানুয়ারি ও ২৫ ফেব্রুয়ারি রাতে আরো দুইটি বাগানে আগুন লাগানোর ঘটনা ঘটেছিল বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
সূত্র জানায়, কাকারা বন বিটের আওতাধীন সামাজিক বনায়নের আগর বাগানে রবিবার রাত ৯ টার দিকে হঠাৎ আগুন লাগে। আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে যায়। আগুনে বিভিন্ন প্রজাতির অসংখ্য গাছ পুড়ে যায়। খবর পেয়ে রাত ১১টার দিকে উপকার ভোগী কয়েকটি পরিবারে সদস্যরা প্রাণান্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কে বা কারা আগুন লাগিয়ে দেয় জানতে পারেনি ক্ষতিগ্রস্তরা।
ক্ষতিগ্রস্ত বাগান উপকারভোগী তৌহিদুল ইসলাম ও ডাক্তার হাসান বলেন, দুর্বৃত্তের দেয়া আগুনে আগর বাগানের অসংখ্য গাছ পুড়ে ক্ষতি হয়েছে বলে ধারণা আমাদের। কারণ এর আগেও ২৫ ফেব্রুয়ারি রাতে দুর্বৃত্তরা সবুজ বাংলা নামক আরেকটি সামাজিক বনায়নে আগুন দেয়। ২২ জানুয়ারি রাতে আগুন দেয়া হয় উপকারভোগী জাহেদুল ইসলাম চৌধুরীর আগর বাগানে। আগুন লাগানোর পাশাপাশি দুর্বৃত্তরা ৪৬টি গাছ কেটে লুট করে। আগুনে পুড়ে যায় বেশ কিছু চারা গাছও।
উপকার ভোগীদের অভিযোগ, বনায়ন- রক্ষিত ও সংরক্ষিত বনভুমিতে অবৈধভাবে ঘর তৈরি করে বসবাসকারীরা পেশাদার বনদস্যুের সাথে যুক্ত হয়ে গাছ লুট ও আগুন দিচ্ছে। উপকার ভোগীর পাশাপাশি বনবিভাগের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নিলে গাছ লুট ও আগুন দেয়ার ঘটনা কমে আসতো।
কাকারা বিট কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। মূল্যবান আগর বাগানের বেশকিছু গাছ পুড়ে গেছে।
কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার বলেন, আগর বাগানে আগুন লাগার খবর পেয়েছি। এটা অঘটন নাকি পরিকল্পিত দুর্বৃত্তায়ন তা খতিয়ে দেখার নির্দেশনা দেয়া হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনী ব্যবস্থা নেয়া হবে।













