২৮ অক্টোবর ২০২৫

চকরিয়ায় পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে যুবক খুন

ছুরিকাঘাত

কক্সবাজারের চকরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে এক যুবককে খুন করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ১টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের কালাগাজী সিকদার পাড়া ও স্কুল পাড়ার মধ্যবর্তী রাস্তায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

নিহত শেফায়েত হাবিব (২০) চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের কালাগাজী সিকদার পাড়ার (ওয়ার্ড নং-৫) শাহাব উদ্দিনের ছেলে।

অভিযুক্ত তারিকুল ইসলাম মিশু (২০) একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের স্কুল পাড়ার আবু বককরের ছেলে।

ওসি জানান, পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে কালাগাজী সিকদার পাড়া ও স্কুলপাড়ার মধ্যবর্তী রাস্তার উপরে বসা অবস্থায় শেফায়েত হাবিবকে পিছন থেকে ছুরিকাঘাত করে তারিকুল ইসলাম মিশু পালিয়ে যায়। চাকু নাভির নিচে লেগে মারাত্মক জখম হয়। আহত হাবিবকে এলাকার লোকজন মূমুর্ষ অবস্থায় দেখতে পেয়ে মাতামুহুরি তদন্ত কেন্দ্রের পুলিশকে অবিহিত করে। তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল থেকে জখমী ব্যক্তিকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে পৌছার পর সন্ধ্যার দিকে কর্তব্যরত চিকিৎসক হাবিবকে মৃত ঘোষনা করেন।

ওসি আরো জানান, সুরতহাল রিপোর্টের পর ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনি ব্যাবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন