৪ নভেম্বর ২০২৫

চকরিয়ায় বজ্রপাতে নারীসহ নিহত ২

কক্সবাজার প্রতিনিধি » 

কক্সবাজারের চকরিয়ায় বজ্রপাতে নারীসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের দক্ষিণ বালুরচর ও পাগলিরবিল এলাকায় পৃথক বজ্রপাতে এ মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বালুরচর এলাকার নুর আহামদ প্রকাশ ঠান্ডু মাঝির ছেলে নুরুল আবছার (৩৮) ও একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাগলিরবিল এলাকার রাম হরি মল্লিকের স্ত্রী শেলী মল্লিক (৫১)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন বলেন, ইউনিয়নের বালুরচর ও পাগলিরবিল এলাকায় বজ্রপাতে নুরুল আবছার ও শেলী মল্লিক নামে দুইজন নিহত হয়েছেন। তাদের মধ্যে নুরুল আবছার মৎস্য প্রকল্প থেকে মাছ নিয়ে আসার সময় ও শেলি মল্লিক গোয়াল ঘরে গরু ঢোকাতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে মারা যায়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দীন মোহাম্মদ শিবলী নোমান জানান, ডুলাহাজারায় এক মৎস্য শ্রমিক ও গৃহবধু বজ্রপাতে মারাগেছেন বলে ইউপি চেয়ারম্যান জানিয়েছেন।

একই তথ্য জানিয়েছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমানও। মরদেহগুলো নিজ নিজ বাড়িতে রয়েছে বলে উল্লেখ করেন।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ