২৩ অক্টোবর ২০২৫

চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দারোয়ান ও পথচারী নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় গভীর রাতে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের চাপায় প্রাণ হারিয়েছেন এক দারোয়ান ও পথচারী। ঢাকাগামী ‘আইকনিক’ নামের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন।

নিহতদের একজন আব্দুল মালেক (৩৫), অন্যজন জাফর আলম (৫৫), যিনি স্থানীয় একটি প্রতিষ্ঠানে দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানায়- রবিবার (১৮ মে) দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রাস্তার মাথা ও চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কোচপাড়া রাস্তার মাথায় পৃথক সড়ক দুর্ঘটনায় তারা মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম। তিনি বলেন- এই ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ