কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ৭ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
সোমবার (১৮ ডিসেম্বর) কক্সবাজার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
কক্সবাজার- ১ ( চকরিয়া–পেকুয়া): বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (হাতঘড়ি), জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী হোসনে আরা-( লাঙল), ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী আবু মোহাম্মদ বশিরুল আলম (হাতুড়ি), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোহাম্মদ বেলাল উদ্দিন মোমবাতি), স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য জাফর আলম( ট্রাক), জাফর আলমের ছেলে তানভির আহমদ সিদ্দিকী তুহিন ঈগল ও কমর উদ্দিন আরমান- (কলারছড়ি) প্রতিক বরাদ্ধ পেয়েছেন।
প্রসঙ্গত, আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবেন তারা। সেই হিসাবে প্রচার-প্রচারণার জন্য এবার ১৮ দিন সময় পাবেন এমপি প্রার্থীরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৭টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। মোট ২৮টি রাজনৈতিক দল থেকে শেষ পর্যন্ত একটি দল অর্থাৎ গণতন্ত্রী পার্টি বাদ পড়েছে।













