৩১ অক্টোবর ২০২৫

চকরিয়ায় আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের দায়ের কোপে যুবক খুন

কালুরঘাটে টেম্পুচাপায় প্রাণ গেল কলেজছাত্রীর বাকঁখালী

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় বনের জমির দখল-বেদখল নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক খুন হয়েছেন। সোমবার (২৩ মে) মাঝ রাতে ডুলাহাজারা ইউপির ৩নং ওয়ার্ড ডুমখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আমির হোসেন (৪০) ডুলাহাজারার পূর্ব ডুমখালী গ্রামের মৃত কবির আহমেদের ছেলে।

স্থানীয়রা জানায়, বনবিভাগের জমি দখল-বেদখল নিয়ে সোমবার রাতে দু’গ্রুপ মুখোমুখি হয়। এতে প্রতিপক্ষের গুলি ও ধারালো অস্ত্রের কোপে ঘটনাস্থলে নিহত হন আমির।

চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, শুনেছি বনের জমির দখল-বেদখল নিয়ে ডাকাত আবদুর রহমানের নেতৃত্ব ডুমখালী বাজারে আসে তার গ্রুপ। সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন আরেক ডাকাত গ্রুপ নিয়ে আমির হোসেন। দু’দল মুখোমুখী হলে সংঘর্ষ লাগে। এ সময় রহমান গ্রুপের লোকজন আমির হোসেনকে কুপিয়ে হত্যা করে। আমির হোসেনও ডাকাত সরদার।

ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর জানান, ঘটনার পর এলাকায় আতংক সৃষ্টি করতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে রহমান গ্রুপের লোকজন। আমিরের মরদেহ নিয়ে গেছে পুলিশ। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চকরিয়া থানার ওসি বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। গিয়ে মৃতদেহ উদ্ধার করে চকরিয়া থানায় আনা হয়। এলাকার পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। অপরাধী ধরতে অভিযান চলমান রেখেছে পুলিশ।

আরও পড়ুন