২৫ অক্টোবর ২০২৫

চকরিয়ায় কয়লা বিদ্যুতের ডাম্পার চাপায় স্কুলছাত্রী নিহত

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী-মহেশখালী সড়কের লাল ব্রিজের পশ্চিম পাশে পোকখালী রেড় ক্রিসেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তমা কোম্পানীর ডাম্পার চাপায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিয়া জন্নাত জুলি (১৬) চকরিয়ার ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী ও পূর্ববড় ভেওলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঈদমনি এলাকার মমতাজ উদ্দিনের মেয়ে।

এঘটনায় স্থানীয় বিক্ষুদ্ধ জনতা ও শিক্ষার্থীরা সড়ক আবরোধ করে। ফলে বদরখালী-মহেশখালী সড়কে তিব্র যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী ও নিহত ছাত্রীর বাবা জানান, আমার মেয়ে জুলি সকালে বাড়ি থেকে বের হয়ে ব্যাটারি চালিত টমটম (ইজিবাইক) গাড়িতে করে ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিল। টমটম গাড়িটি বদরখালী-মহেশখালী সড়কের লাল ব্রিজের পশ্চিম পাশে পোকখালী রেড় ক্রিসেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছলে বিপরীত দিক থেকে আসা মহেশখালী মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রে চলাচলরত তমা কোম্পানির ডাম্পার গাড়ির ধাক্কায় টমটম থেকে নিচে পড়ে চাকায় পিস্ট হয়ে মারা যায়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রীর নিহত হওয়ার খবর পেয়ে পুলিশের টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিক্ষুদ্ধ জনতাকে শান্ত করেন এবং ঘাতক ডাম্পারটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। গাড়ি চালক পলাতক রয়েছে। তাকে আটক করার চেষ্টা চলছে।

আরও পড়ুন