বাংলাধারা প্রতিবেদক »
কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে মো. তৌহিদুল ইসলাম ফরহাদ (২৮) নামের এক ধর্ষণ ও নাশকতা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৭।
রোববার (১৭ জুলাই) দিনগত রাত ১১টার দিকে উপজেলার বার আউলিয়া নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার তৌহিদুল ইসলাম চকরিয়া উপজেলার বার আউলিয়ানগর এলাকার জসিম উদ্দিনের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়ার বার আউলিয়া নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার তৌহিদ এলাকায় একজন চিহ্নিত অপরাধী। সিডিএমএস পর্যালোচনা করে তার বিরুদ্ধে কক্সবাজার জেলার চকরিয়া থানায় ধর্ষণ, নাশকতামূলক কর্মকাণ্ড এবং বিশেষ ক্ষমতা আইনে ৫টি মামলা পাওয়া গেছে। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।













