৪ নভেম্বর ২০২৫

চকরিয়ায় ৩০০ পরিবারকে খাদ্য ও জীবাণুনাশক সামগ্রী দিল ‘আইএসডিই’

বাংলাধারা প্রতিবেদন »  

মহামারী করোনা (কেভিট-১৯) দরিদ্র ও ক্ষতিগ্রস্থ মানুষের দুঃখ লাগবে এনজিও সংস্থা আইএসডিই’র উদ্যোগে ডব্লিউজেআর ইউকে এর অর্থায়নে কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নে ৩০০ পরিবারকে জরুরি খাদ্য ও জীবানু নাশক সহায়তা প্রদান করা হয়েছে ।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো ২০ কেজি চাউল, ৫ কেজি ছোলা, ৫ কেজি আলু, ২কেজি তেল, ২ কেজি পেঁয়াজ, ২ কেজি ডাল, ২টি সাবান, ২টি মাক্স, ৫০০গ্রাম মরিচ, ৫০০গ্রাম হলুদ, ২টি মাক্স,২টি সাবান।

রবিবার (১০ মে) বিকালে এনজিও সংস্থা আইএসডিই’র উদ্যোগে আয়োজিত ত্রাণ সামগ্রী বিতরণ কালীন সময়ে উপস্থিত ছিলেন এনজিও সংস্থা আইএসডিই ‘র নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন, চকরিয়া উপজেলার ভেওলা মানিক চর (বিএমচর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম, এনজিও সংস্থা আইএসডিই’র কর্মকর্তা, বিএমচর ইউপির মেম্বার, স্হানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ বৃন্দ প্রমূখ।

উল্লেখ্য, করোনা-১৯ এ কক্সবাজার জেলার চকরিয়া ও উখিয়া উপজেলার ক্ষতিগ্রস্ত ২০০০ পরিারের মাঝে জরুরি খাদ্য ও জীবানু নাশক সহায়তা প্রদান করা হচ্ছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন