২৬ অক্টোবর ২০২৫

চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ, ৫০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রাম নগরীর খুলশীতে চকলেটের প্রলোভন দেখিয়ে ১০ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে মো. মোতালেব (৫০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৪ জানুয়ারি) রাতে কোতোয়ালী থানার রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, গত ২ জানুয়ারি খুলশী থানার জালালাবাদে মোতালেব ১০ বছরের এক শিশুকে বাড়িতে একা পেয়ে চকলেটের প্রলোভন দেখিয়ে তার হাত-পা বেঁধে ধর্ষণ করে। এই ঘটনায় ৪ জানুয়ারি ভিকটিমের মা বাদী হয়ে খুলশী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলা দায়েরের পর র‌্যাব ধর্ষককে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি চালায়। গোয়েন্দা নজরদারির একপর্যায়ে কোতোয়ালী থানার রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে মোতালেবকে গ্রেপ্তার করা হয়েছে।

মোতালেব ধর্ষণের কথা স্বীকার করেছেন। তাকে নগরীর খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন